রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

সেলিম মির্ধার খুনের আরেক আসামী ময়মনসিংহে গ্রেফতার


ডেস্ক রিপোর্ট : ধোবাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মির্ধার খুনের আসামী অধ্যাপক নাজমুল হক সিআইডি’র হাতে গ্রেফতার হয়েছেন। জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় দুই বন্ধুসহ শহরের কাঁচিঝুলি নামক স্থানে গেলে সেলিম মির্ধার বন্ধুদের নজরে পড়ে। তবে আসামী কি না তা নিশ্চিত করার জন্য সেলিম মির্ধার ছোট ভাই বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মির্ধাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে আসামী সনাক্ত করেন। পরে সিআইডিকে খবর দিলে নাজমুল হককে  ঘটনাস্থল থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

কোন মন্তব্য নেই: