মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

ধোবাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৫ পালিত

স্টাফ রিপোর্টার : ৩১ মার্চ মঙ্গলবার ধোবাউড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল বিজ্ঞানভিত্তিক তথ্য জানি-দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি’। দিবসটি উপলক্ষ্যে সকাল সকাল সাড়ে ১০টায় একটি বৃহৎ র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ধোবাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ও প্রশাসন সহ বিভিন্ন এনজিও’র সক্রিয় অংশগ্রহনে এ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ প্রস্তুতি দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন রুচী, এডিপি ম্যানেজার ও এসডিএফ ম্যানেজার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কী কী প্রস্তুতি দরকার তা তাদের বক্তব্যে তুলে ধরেন।

কোন মন্তব্য নেই: