ডেস্ক রিপোর্ট : ১৭ এপ্রিল শুক্রবার ধোবাউড়া প্রেসক্লাবের বিশেষ সভায় প্রেসক্লাব কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে এডভোকেট হাবিবুর রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম পূনরায় নির্বাচিত হন। এছাড়াও সহ সভাপতি পদে মতিলাল সরকার, মাহবুবুর রহমান শেলী, যুগ্ম সম্পাদক পদে মঞ্জুরুল হক, দপ্তর,মিলনায়তন ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারেক, প্রচার, প্রকাশনা, তথ্য ও গবেষনা সম্পাদক পদে আ: খালেক পাঠান, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে মো: মঞ্জুরুল হক(১), জনসংযোগ ও সমাজসেবা সম্পাদক পদে একেএম আতাউর রহমান খোকন, কার্যকরী সদস্য পদে আনিছুর রহমান মানিক এবং সৈয়দ শামছুল আলম কাজল নির্বাচিত হন।
একই দিন কার্যকরী পরিষদের সভায় মঞ্জুরুল হককে (দৈনিক ইত্তেফাক) আহ্বায়ক করে ধোবাউড়া উপজেলার উন্নয়নমূলক কর্মসূচী সমূহ পরিদর্শন, অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে তথ্য সংগ্রহ সহ নিয়মিত পত্রিকায়(অনলাইন ও প্রিন্ট) সংবাদ পরিবেশন সংক্রান্ত ০৭ সদস্যের উপকমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: সিরাজুল ইসলাম (আজকের খবর), একেএম আতাউর রহমান খোকন(খবরপত্র ও তথ্যধারা), সুলতান মামুন রতন(আলোকিত ময়মনসিংহ), আবুল হাসেম(মানবজমিন ও স্বদেশ সংবাদ), মো: ফজলুল হক(অপরাধ সংবাদ) এবং ইকবাল কবির মানিক( মতপ্রকাশ ও দিগন্ত বাংলা)।
একই দিন কার্যকরী পরিষদের সভায় মঞ্জুরুল হককে (দৈনিক ইত্তেফাক) আহ্বায়ক করে ধোবাউড়া উপজেলার উন্নয়নমূলক কর্মসূচী সমূহ পরিদর্শন, অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে তথ্য সংগ্রহ সহ নিয়মিত পত্রিকায়(অনলাইন ও প্রিন্ট) সংবাদ পরিবেশন সংক্রান্ত ০৭ সদস্যের উপকমিটি গঠন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: সিরাজুল ইসলাম (আজকের খবর), একেএম আতাউর রহমান খোকন(খবরপত্র ও তথ্যধারা), সুলতান মামুন রতন(আলোকিত ময়মনসিংহ), আবুল হাসেম(মানবজমিন ও স্বদেশ সংবাদ), মো: ফজলুল হক(অপরাধ সংবাদ) এবং ইকবাল কবির মানিক( মতপ্রকাশ ও দিগন্ত বাংলা)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন