![]() |
নিউজ ধোবাউড়া |
ডেস্ক রিপোর্ট: ধোবাউড়ায় বাংলা নববর্ষ-১৪২২ বরণ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান জানান, এবার বর্ষবরণে কৌতুহলীদের জন্য রয়েছে বিশেষ চমক। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সমাবেশ ঘটবে এবারের বর্ষবরণ অনুষ্ঠান মালায়। তিনি বর্ষবরণ অনুষ্ঠানমালা সফল করলে ধোবাউড়ার সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহন কামনা করেন। অপরদিকে ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মজনু মির্ধা দেশীয় সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে বাংলা নববর্ষ-১৪২২ এর র্যালীতে অংশগ্রহন এবং বর্ষবরণ সফল করার জন্য সুশীল সমাজ ও সংস্কৃতিমনা সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি ধোবাউড়া উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভচ্ছা জানিয়েছেন।
এদিকে বর্ষবরণ উপলক্ষ্যে মার্কেটগুলোতে বৈশাখী কেনাকাটার ধূম পড়েছে বলে খবর পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন