বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

ধোবাউড়ায় মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

ডেস্ক রিপোর্ট: ২২ এপ্রিল বুধবার ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান খান ধোবাউড়া বাজার এবং উপজেলা পরিষদের সামনে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক, সহকারী স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুর রহিম, এস আই কাইয়ুম খান সিদ্দিকী ও সাংবাদিকবৃন্দ। এ অভিযানে ধোবাউড়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান মা-মনি, মাংসের দোকান, ধামরাই মিষ্টান্ন ভান্ডার, দ্বীপ সাগর, জলিলের এনার্জি ড্রিংকস, হোটেল স্বপন সহ মোট ৯টি দোকানে বিভিন্ন অভিযোগে সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কোন মন্তব্য নেই: