![]() |
নিউজ ধোবাউড়া |
এদিকে একইদিন সকাল ১২টায় ধোবাউড়া উপজেলা পরিষদ হলরুমে ব্র্যাক জিকিউএএল কর্তৃক বাল্য বিয়ে বন্ধ করি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পর্যায়ে নিকাহ রেজিস্টার, ইউপি সচিব, শিক্ষক ও ইমামদের অংশগ্রহনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো: এম এ হক প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা এবং প্রচেষ্টা অব্যহত থাকলে আগামী ১ বছরের মধ্যে ধোবাউড়া উপজেলা বাল্যবিবাহ ও নারী নির্যাতন মুক্ত হবে। এ সময় তিনি উপস্থিত সকলকে এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে শপথবাক্য পাঠ করান। সমাপনী বক্তব্যে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান ব্র্যাক জিকিউএএল কর্মসূচীর ভূঁয়সী প্রশংসা করেন এবং সমাজ থেকে বাল্য বিয়ে এবং নারী নির্যাতন বন্ধে জিকিউএএল কর্মসূচী আরো বেগবান করার লক্ষ্যে বিশেষ দিক নির্দেশনামূলক প্রস্তাবনা উত্থাপন করেন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় সহ ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো: এম এ হক প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন