ধোবাউড়ায় ভিজিডির তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম
ডেস্ক রিপোর্ট-২৫-১২-২০১৪ : ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের ভিজিডি
তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম এর খবর পাওয়া গেছে। অনেকেই এই কার্ড করে
দেওয়ার বিনিময়ে দরিদ্র মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন ২ থেকে ৩ হাজার
করে নগদ টাকা এমনটাই নিয়ম বলে জানিয়েছেন কতিপয় কার্ড বঞ্চিতরা। এদিকে নাম
প্রকাশ না করার শর্তে একজন জানান, ভিজিডি কার্ড এর তালিকায় ঢুকে গেছে এমন
কিছু নাম যারা কোনদিন তাদের হাতে ভিজিডি কার্ড পাবে না বা চালের জন্য গিয়ে
লাইনে দাঁড়াবে না। তাহলে প্রশ্ন হলো এসব কার্ডধারী আসলেই কারা? কাদের
স্বার্থই বা রক্ষা হচ্ছে? বিষয়টি তদন্তের আওয়ায় এনে সরকারী মহৎ প্রচেষ্ঠা
বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর সক্রিয় ভূমিকা নিবেন এমনটাই আশা করে ধোবাউড়ার
সচেতন মহল।