বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫

ধোবাউড়ায় মামলার আসামী করার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার: ধোবাউড়া উপজেলার চীনামাটির খনি এলাকা ভেদিকুড়ায় প্রকাশ্যে সাধারণ জনগনকে বিভিন্ন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে। এ নিয়ে ভূক্তভোগীদের পক্ষ থেকে গত মাসের ৩ তারিখে মো: আব্দুস সালাম (৫২) বাদী হয়ে কোর্টে বাংলাদেশ দন্ডবিধির ৩৮৮/৩৮৯/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় পার্শ্ববতী দুর্গাপুর উপজেলার নেতাপাড়া  গ্রামের  বাসিন্দা আ: সাত্তার, বাবুল মিয়া, মনির উদ্দিন, শাশী মিয়া, সাহান মিয়া  এবং ধোবাউড়া উপজেলাধিন ভেদিকুড়া গ্রামের জসিম উদ্দিন, শামীম হোসেন, এমরান মিয়া সহ মোট আট জনকে আসামী করা হয়েছে। আসামীরা সবাই পুঠিমারী বাজারে আড্ডা দেয় বলে অনেকেই জানান। উল্লেখ্য সন্ধ্যার পর থেকে এ এলাকায় বাড়ে মাদকসেবীদের অবাধ চলাচল আর বসে জুয়ার আসর। সূত্র জানায়, বিজিবি’র টহল দলের কাছে প্রায়ই ধরা পড়ে ভারতীয় মদ। এলাকাটি বিভিন্ন কারণে দিনদিন অপরাধ সংঘঠনের আখড়ায় পরিণত হওয়ায় প্রায়শই এখানে মারামারীর ঘটনা ঘটে। আর এ সুযোগে নিরীহ মানুষদের হয়রানীর উদ্দেশ্যে জুয়া-মদের টাকা যোগাতে সংঘঠিত বিভিন্ন অপরাধের মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় অব্যহত রেখেছে এ চক্রটি এমনটাই বলছেন ভূক্তভোগিরা। অভিযোগে বলা হয়, বাদী আব্দুস সালাম,স্বাক্ষী রমজান আলী, আলাল, মালেক, খলিল, জহিরুল এবং আবুল হকের নিকট থেকে কয়েক লক্ষ টাকা মামলা হামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে এলাকার প্রভাবশালী এ চক্রটি। বর্তমানে মামলাটি ধোবাউড়া থানায় তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে আসামী পক্ষের সাথে কথা বললে তারা জানান, অভিযোগ ডাহা মিথ্যা। অযথা হয়রানীর উদ্দেশ্যেই এ মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই: