ডেস্ক রিপোর্ট: আজ ৬ মার্চ থেকে দুইদিন ব্যাপী ধোবাউড়ায় ডিজিটাল মেলা-২০১৫ শুরু হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এম.পি মেলা উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। গত কয়েকদিন যাবৎ ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এ মেলা সফল করতে নিরলসভাবে সব চেষ্টা অব্যহত রেখেছেন। সরকারী-বেসরকারী-এনজিএ-মিডিয়াসহ অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে মেলায় অংশগ্রহনের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। তবে একদিকে যেমন বাজেট স্বল্পতার কারণে স্টলগুলোতে প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল যন্ত্রপাতি রাখার জন্য টেবিলের ব্যবস্থা করা হয়নি অপরদিকে প্রাকৃতিক বিরূপ প্রভাবের সম্ভাবনা দুটোই গত বছরের তুলনায় তালিকায় অন্তর্ভূক্ত অংশগ্রহনকারীদের মনে কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে। অনেকেই বলছেন, মেলা চলাকালীন সময়ে হঠাৎ বৃষ্টি শুরু হলে স্টলগুলোতে বসে থাকার কোন উপায় থাকবেনা। কারণ স্টলগুলো নির্মানে ছাউনি হিসেবে ত্রিপাল টানানো হয়নি। তাই ভোগান্তির শিকার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না। সকল প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে এবারের ডিজিটাল মেলা সফল হোক এমনটাই প্রত্যাশা সকলের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন