বুধবার, ১৫ জুলাই, ২০১৫

বাঘবেড় ইউনিয়নে আজ ভিজিএফ বিতরণ

ইউনিয়ন প্রতিনিধি: আজ ১৫/০৭/২০১৫ খ্রীঃ তারিখ রোজ বুধবার সকাল ৭.০০ ঘটিকা হতে ধোবাউড়া উপজেলাধীন ৭নং বাঘবেড় ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ এর খাদ্য শস্য ৬১৮৮ জন তালিকাভুক্ত উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হবে। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার বিতরণ কালে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রত্যেক উপকারভোগীর মাঝে ১০ কেজী চাল বিতরণ করা হবে।

সোমবার, ১৩ জুলাই, ২০১৫

ময়মনসিংহের ধোবাউড়ায় বয়ষ্ক ভাতা উত্তোলন করতে গিয়ে একজনের মৃত্যু

ধোবাউড়া(ময়মনসিংহ) সংবাদদাতা: গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে ধোবাউড়া জনতা ব্যাংকে বয়ষ্ক ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে ভিড়ের চাপে একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, সকাল থেকেই বয়ষ্ক ভাতার টাকা উত্তোলন করতে কার্ডধারীরা ভীড় করে জনতা ব্যাংকে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের গোপিনপুর গ্রামের রুস্তম আলী(৬৫) প্রথমে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান এবং এই অবস্থায় তার মৃত্যু ঘটে ।

বুধবার, ৮ জুলাই, ২০১৫

ধোবাউড়া উপজেলা চেয়ারম্যানের ইউরোপ সফর; সুস্থভাবে দেশে ফেরার জন্য সকলের দোয়া কামনা

স্টাফ রিপোর্টার: ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মজনু মির্ধা গত ২৩ জুন এক সরকারী শিক্ষা সফরে ইউরোপ যান। সেখানে জার্মানী সহ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ  সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল ও স্পেন সফর করেন।  এদিকে আজ সফরের শেষ প্রান্তে এসে বর্তমানে তিনি স্পেনে অবস্থান করছেন।  ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মজনু মির্ধা সুস্থভাবে দেশে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা তার পরিবার, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের। উল্লেখ্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের পাঁচজন সচিব, কিশোরগঞ্জের সহকারী কমিশনার, ১১ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যানসহ ২৮ জন এই শিক্ষা সফরে অংশ নেন।