ডেস্ক রিপোর্ট: গতকাল রবিবার বেলা ১টা ১০ মিনিটে ধোবাউড়ায় ২য় দিনের মতো মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বতিহালা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের দু-তলায় এবং স্কুলের সদ্য নির্মিত টয়লেটগুলোতে ফাটল দেখা দেয়। ফলে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে উক্ত বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাস কার্যক্রম চলবে কী-না এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটি। অপরদিকে একই দিন গোয়াতলা ঘোগড়ার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ২য় ও ৫ম শ্রেণীর ছাদের ভিম ধ্বসে পড়ায় উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষনা করেন। এতে শত শত শিক্ষার্থীর চলমান পরীক্ষা ও ক্লাস কার্যক্রম হুমকীর মুখে পড়েছে জানান স্কুলে শিক্ষকবৃন্দ। এদিকে অনতিবিলম্বে উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির জরুরী সভা আহ্বানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন এবং ঝুঁতি চিহ্নিত করণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ধোবাউড়ার সচেতন মহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন