রবিবার, ১৭ মে, ২০১৫

ময়মনসিংহের ধোবাউড়ায় ষাড়েঁর লড়াইয়ের মাধ্যমে কোটি টাকার জুয়া খেলার পরিকল্পনা ফাঁস

ডেস্ক রিপোর্ট: আগামীকাল ১৮ মে রোজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামের হোসেন বাজারের উত্তরে কান্তি হাজং এর বাড়ীর পূর্ব পার্শ্বে ঐতিহ্যবাহী ষাড়েঁর লড়াই অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা চুড়ান্ত করার খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শামগঞ্জ এলাকার এক ব্যাক্তি মোবাইল ফোনে জানান, শামগঞ্জের চারিয়া বাজারের রুহু মিয়ার  ছেলে ছাইদুল গামারীতলা ইউনিয়নের একটি ষাড়েঁর সাথে লড়াইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ লড়াই উপলক্ষ্যে ইতিমধ্যে দলে দলে জুয়ারীদের আগমন ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অনেকেই ধারনা করছেন, এ লড়াইয়ে কয়েক কোটি টাকার জুয়া খেলা হতে পারে। বিষয়টি ইতিমধ্যে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ এম,এ হককে অবহিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই: