সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

ধোবাউড়ায় খোলা আকাশের নিচে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ১ম সাময়িক পরীক্ষা

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাধীন গোবিন্দপুর ঘোগড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে খড় বিছিয়ে চলছে ১ম সাময়িক পরীক্ষা। দুদফা ভূমিকম্পে স্কুল ভবনের ছাদের ভীম ফাটল দেখা দেয়ায় গত ২৬ এপ্রিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনটিকে পরিত্যক্ত ঘোষনা করে ভবনটিতে তালা ঝুলিয়ে দেয়। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোগড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম সাময়িক পরীক্ষা খোলা আকাশের নিচে চলছে শিক্ষকরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোফাজ্জল হোসেন আকন্দ জানান, বর্ষা মৌসুমে খোলা আকাশের নিচে পরীক্ষা নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে যে কোন মুহুর্তে আসে বৃষ্টি অপরদিকে প্রখর রোদে শিক্ষার্থীরা স্বাভাবিকভারে পরীক্ষা দিতে পারছে না। জরুরী ভিত্তিতে বিদ্যালয়টি পূণ:নির্মাণ না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা ছাড়া আর কোন বিকল্প নেই। এতে বিদ্যালয়ের ৩০৮জন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো: আতাহার আলী জানান, ইতিপূর্বে ভবনটি ঝুকিপূর্ণ থাকায় মেরামতের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। শিক্ষা কমিটির অনুমোদন পেলেই উক্ত টাকা দিয়ে একটি টিনের চালা নির্মান করে আপাতত: ক্লাস চালানোর পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া বিদ্যালয় ভবনটি অতিদ্রুত পূণ:নির্মাণের প্রস্তাব পাঠাবেন বলে জানান। এছাড়াও ধোবাউড়া উপজেলার কালিকাবাড়ি, বতিহালা, খামারবাশা, রণসিংহপুর, চন্দ্রনাথ, হরেন্দ্রগঞ্জ ও সানন্দখিলা এই ৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে শিক্ষা অফিসার নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই: