বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

ধোবাউড়ায় দুইদিন ব্যাপী অনুষ্ঠিত ডিজিটাল মেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: ৭ এপ্রিল মঙ্গলবার ধোবাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী অনুষ্ঠিত ডিজিটাল মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বিকেল ৪টায় মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মজনু মির্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং প্রভাষক সুলতান মামুন রতন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল বাতেন। আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  মেলায় অংশগ্রহনকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই: