ডেস্ক রিপোর্ট : গত কাল মঙ্গলবার সকালে ধোবাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বাসষ্ট্যান্ড এলাকায় তানজিনা হোটেলে অভিযান চালায়। এসময় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশ হোটেল মালিক সাত্তারের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রয়ের অভিযোগে সত্যতা সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী ও হোটেল কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন এবং হোটেলে ব্যাপক তল্লাশি চালিয়ে অভিযোগের কোন সত্যতা খোঁজে পাননি। হোটেল মালিক আঃ সাত্তার জানান, আমাকে ফাঁসানোর জন্য ব্যক্তিস্বার্থ হাছিলের উদ্দেশ্যে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এ ব্যপারে সদর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম জানান, হোটেল মালিক একজন ভাল ব্যবসায়ী। অনেকদিন যাবৎ সে সুনামের সাথে এখানে ব্যবসা পরিচালনা করে আসছে। মূলত ব্যক্তি আক্রোশ এর কারনে কেও তাকে ফাঁসানোর অপচেষ্টা করেছে। ধোবাউড়া থানার অফিসার ইন-চার্জ এম,এ হক জানান ভূল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করা হয়েছে। পুলিশের এ,এস,আই মজনু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন