মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

ধোবাউড়ায় ডিজিটাল মেলার শুভ উদ্বোধন করলেন সমাজকল্যান প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার: ৬ মার্চ সোমবার ধোবাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী ডিজিটাল মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডঃ প্রমোদ মানকিন এমপি।  পরে সকাল ১১ টায়  উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এড. প্রমোদ মানকিন এমপি । বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন. সাংগঠনিক সম্পাদক মো: শওকত ওসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান, মানবাধিকার কমিশন ও সাংবাদিক সমিতির সভাপতি এড.নীহার রঞ্জন পাল নেপাল, উপজেলা যুবলীগ এর আহবায়ক ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর, ছাত্রলীগের সভাপতি আঃ বারেক, সম্পাদক মেহেদি হাসান রনি প্রমুখ। এসময় আর ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ন লীগের আহব্বায়ক শিমুল, যুবলীগ নেতা মোশারফ,ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম প্রমূখ।  আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডিজিটাল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজ সহ সরকারী বেসরকারী ৩০ টি স্টল অংশ নেয়।
উল্লেখ্য ধোবাউড়া উপরেজলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলি কনফারেন্সে অংশগ্রহনের উদ্দেশ্যে ময়মনসিংহ জেলা পরিষদে অবস্থান করায় ডিজিটাল মেলায় যোগ দিতে পারেননি।

কোন মন্তব্য নেই: