সোমবার, ২০ এপ্রিল, ২০১৫

ধোবাউড়ায় পল্লীতে প্রতিপক্ষের হামলায় গৃহবধু গুরুতর আহত

নিউজ ধোবাউড়া
স্টাফ রিপোর্টার : গত রবিবার রাত আনুমানিক ৮টায় ধোবাউড়া উপজেলার সীমন্তবর্তী দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে এক গৃহবধুকে অতর্কিতে হামলা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। জানা যায়, রাতেই আহত অবস্থায় রওশন আরা(৩৫) নামের এ গৃহবধুকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা সংকটজনক মনে হওয়ায় সোমবার বিকেল ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সূত্র জানায়, রওশন আরা তার বাবার অসুস্থতার খবর শুনে তাকে দেখতে স্ব-পরিবারে যাওয়ার পথে আব্দুল্লাহ’র বাড়ীর নিকট পৌঁছা মাত্রই নাজিম উদ্দিন(৫২), মোসলেম উদ্দিন(৪২), আলমগীর(২৫), ছায়েদুল(৩৫), এমদাদুল(৩৩), নজরুল(৩০) গংরা তার বাবা আব্দুস সালাম এর সাথে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র ও নেপালী ক্ষুর দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীদেরকে বাধা দিলে রওশন আরার স্বামী হারুনও হামলার শিকার হয় । রোগীর চিকিৎসায় সকলেই ব্যস্ত থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: