সোমবার, ৩০ মার্চ, ২০১৫

ধোবাউড়া প্রাইমারী সমাপনী পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার ধোবাউড়া নারী সংগঠনের উদ্যোগে ধোবাউড়া উপজেলার প্রাইমারী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদানের অংশ হিসেবে ধোবাউড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। ঘোঁষগাও পল্লী উন্নয়ন সংস্থার কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। ধোবাউড়া নারী সংগঠনের নেত্রী অধ্যাপিকা মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন। নারী সংগঠনটির সদস্য প্রভাষক জয়শ্রী দাস হেপীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা খাতুন, হোসনে আরা বেগম, ধোবাউড়া মডেল সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ওরফে শাহ আলম ও সহকারী শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ সহ জুনিয়র সদস্য জান্নাতুল ফেরদৌসী তাহমিনা, নাজমুন্নাহার মৌ, তুসি, সুমী প্রমুখ।

কোন মন্তব্য নেই: