বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

ধোবাউড়ায় বজ্রপাতে নিহত-২, আহত ৫ জন

ডেস্ক রিপোর্ট: ৭ মে বৃহষ্পতিবার সকালে ধোবাউড়া উপজেলার দুটি ইউনিয়নে বজ্রপাতে ৭ জনের হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতাল পরিদর্শন করে জানা যায়, সকাল  সাড়ে ৮ টায় ধোবাউড়া সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আতাব খা'র কন্যা রহিমা খাতুন(৯) ও দেলোয়ার হোসেন খা(১৪), একই গ্রামের এবাদত হোসেন খা'র পুত্র মোশারফ হোসেন খা(৩২) এবং ১ নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মুত তছর আলীর পুত্র হারুন অর রশিদ(৪৫) কে ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দেলোয়ার হোসেন খা' কে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষনা করেন। তবে অবস্থা সংকটাপন্ন মনে হওয়ায় মোশারফ হোসেন খা(৩২) এবং হারুন অর রশিদ(৪৫)কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে বজ্রপাতে দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামের লালু মিয়ার পুত্র  মোশারফ হোসেন(১৩) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকেও ডাক্তাররা মৃত ঘোষনা করেন। অপরদিকে বগাঝড়া গ্রামের ডা: সোলেমানের স্ত্রী রহিমা খাতুন(৩০) নিজ বাড়িতেই  চিকি৭সাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন দৈনিক হৃদয়ের বাংলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মজিবুল কাইয়ুম। তিনি আরো জানান, ভেদিকুড়া গ্রামে বেড়াতে এসে দুর্গাপুর উপজেলার বালিকান্দি গ্রামের মমতাজ আলী(৫০) বজ্রপাতে আহত হলে তাকেঁ দুর্গাপুর হাসপাতালে চিকি৭সার জন্য নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই: