স্টাফ রিপোর্টার : ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নের বাসিন্দা মো: হাফিজ উদ্দিন। জীবন সংগ্রামে অনেক চড়াই উৎড়াই পেড়িয়ে অবশেষে আদি পেশা কৃষিকেই বেছে নিলেন অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে। চলতি বছর তার গ্রাম গোবিন্দপুরে ২২ কাটা জমিতে তিনি শসার আবাদ করেন। শুরু থেকে এ পর্যন্ত তিনি প্রায় ৮০ হাজার টাকা ব্যয় করেছেন এ প্রকল্পে। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর শসার বাম্পার ফলন হয়েছে। এ পর্যন্ত তিনি প্রায় ১ লাখ টাকার শসা বিক্রি করেছেন বলেন জানান। চলতি মৌসুমে আরো ২ লক্ষাধিক টাকার শসা এ ক্ষেত থেকে বিক্রয় করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাফিজ উদ্দিন আরো জানান, সরকারী বা বেসরকারী ঋণ সুবিধা এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতা পেলে আগামীতে আরো ব্যাপক পরিসরে তিনি শসার আবাদ করে চমক দেখাবেন। শুরুতে শসা প্রতি কেজি ১০-১২ টাকা কেজি দরে বিক্রয় করলেও এখন বর্তমান বাজারে ১৫-২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। এদিকে হাফিজ উদ্দিনের সাফল্যে এলাকার অনেক বেকার যুবক আগামী মৌসুমে শসার আবাদ করে ভাগ্যের চাকা পরিবর্তনের চেষ্টা করবেন জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন