 |
ধোবাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ কার্যক্রম ও নেউলার ব্রীজের শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী |
নিউজ ধোবাউড়া ডেস্ক: গতকাল সোমবার বেলা ১টা ধোবাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-১ মৌসুমে উফশী ও নেরিকা জাতের ধান চাষে প্রনোদনার লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল আউয়াল (চলতি দায়িত্বে) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রধান কালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি বলেন কৃষক বাচঁলে দেশ বাঁচবে, এ- সরকার কৃষক বান্ধব সরকার। তিনি আরো বলেন কৃষকদের কৃষি উৎপাদনে বর্তমান শেখ হাসিনা সরকার সহায়তা অব্যহত রাখবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালমা আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হোসেন খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন,অফিসার ইনচার্জ এম এ হক। উপজেলা কৃষি কর্মকর্তা সালমা আক্তার জানান উফশী আউশ ধান চাষী ১৩৫০জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ব্রীজ ২০ কেজি ইউরিয়া , ১০ কেজি ডিএমপি , ১০কেজি এমওপি সার ও ব্যাংক একাউন্টের মাধ্যমে ৪শত টাকা প্রদান করা হচ্ছে। তিনি আরো জানান ৩শত ৩২ জন নিরিকা জাতের ধান চাষী প্রতিজন কৃষকের মাঝে ২০ কেজি বীজ ও সমপরিমান উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও ভালুকাপাড়া ধর্মপল্লীতে প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি কারিতাস ময়মনসিংহ কর্তৃক বন্যায় ৮০ জন ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহ নির্মাণের জন্য সিপিলার কাঠ ,টেউটিন ও স্যানেটারী ল্যাট্রিন বিতরণ করেন। এসময় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার ডিএমডি অসীম এ মানকিন, মার্শেল চিসিম, আগষ্টিনা চিসিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা পল পালু নকরেক, প্রকল্প কমিটির সভাপতি সহ উল্লেখিত নেতৃবন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিমন্ত্রী নেউলার খালের উপর নির্মিত একটি ব্রীজ উদ্বোধন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন