স্টাফ রিপোর্টার : ধোবাউড়া কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ দুর্বৃত্ত্বদের হামলার শিকার হয়ে বর্তমানে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। জানা যায়, শনিবার সন্ধ্যায় ধোবাউড়া থানার এ এস আই মজনু মিয়া ও একজন কনস্টেবল সহ মান্দালিয়ায় স্থানীয় প্রতিপক্ষ আব্দুল্লাহ কর্তৃক দায়েরকৃত মামলায় সাইদুলের দখলকৃত জমিতে ১৪৪ ধারা নোটিশ জারির উদ্দেশ্যে মান্দালিয়া বাজারে যায়। সেখানে গিয়ে নোটিশ প্রদান করার পর বাদী-বিবাদীর চা খাওয়ার নিমন্ত্রণ উপেক্ষা করেন এ এস আই মজনু মিয়া। এ ব্যাপারে আহত অধ্যক্ষ মো: জালাল উদ্দিন বলেন, পূর্ব পরিচিত থাকায় এবং কোন পক্ষের নিমন্ত্রণ গ্রহন না করায় আমি পুলিশ অফিসারকে সৌজন্য রক্ষায় চা খাওয়ার জন্য একটি দোকানে বসার কিছুক্ষণ পর খবর আসে সাইদুল পার্শ্ববর্তী মেকিয়ারকান্দা বাজারে বাদী আব্দুল্লাহকে মেরে আহত করেছেন। এমন খবরে আমি পুলিশের সাথে ঘটনার সত্যতা জানার জন্য মেকিয়ারকান্দা বাজারে যাই । পুলিশ ঘটনা জানার জন্য সাইদুলের কাছে গেলে একটি দোকানের পাশে আমাকে একা পেয়ে সাইদুলের প্রতিপক্ষরা ওর বড় ভাই পুলিশ নিয়া আসছে, ওকে ধর বলে আমাকে আকস্মিক হামলা করে।’ এ হামলায় আহত হয়ে শনিবার সন্ধ্যার পর অধ্যক্ষ মো: জালাল উদ্দিনকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে বলে সূত্র জানায়। এদিকে ঘটনার প্রতিবাদে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার দাবি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধোবাউড়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন