সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আলমগীর হুছাইন এর বদলী- ভারাক্রান্ত মন নিয়ে বিদায় জানানোর নীরব প্রস্তুতি শোভাকাংখীদের



বিশেষ সংবাদদাতা: ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোছাইন তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রজ্ঞার মাধ্যমে অল্প কয়েক দিনেই ধোবাউড়া বাসীর মনে স্থান করে নিয়েছিলেন। গতকাল ২৪ নভেম্বর রাতে ফ্যাক্স এর মাধ্যমে বদলীর সংবাদটি তাঁর হাতে পৌছেঁ। খবরটি  জানার পর সংশ্লিষ্ট দফতর সমুহের কর্মকর্তা -কর্মচারীদের মন ভারাক্রান্ত হয়ে উঠে। ধোবাউড়া উপজেলায় এভাবেই ঘন ঘন বদলীর মাধ্যমে এক একজন ইউএনও স্থাপন করে যাচ্ছেন সৃজনশীল কিছু স্মৃতি চিহ্ন। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোছাইন বিদায় প্রসংগে মন্তব্য করতে গিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতা রুহুল আমিন বলেন, ধোবাউড়া উপজেলা কোর্ট মসজিদ এর সংস্কার এর জন্য তাঁর অবদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কাজের জন্য ধোবাউড়াবাসী চিরদিন শ্রদ্ধার সাথে তাকেঁ মনে রাখবে।ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। সত্য ও বাসতব বিষয়ে কথা বলতে তিনি কখনই দ্বিধাবোধ করতেন না। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোছাইন এর বদলী প্রসঙ্গে ধোবাউড়া মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুলতান মামুন রতন বলেন, সকল বিষয়ে ক্লিয়ার কাট কথা বলতে তিনি পছন্দ করতেন যা আমার কাছে খুব ভালো লাগত। প্রশাসনিক দক্ষতাকে কাজে লাগিয়ে ধোবাউড়ার উন্নয়নে ভূমিকা রাখার জন্য সুধীমহল ও সাধারন মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

কোন মন্তব্য নেই: