স্টাফ রিপোর্টার, ধোবাউড়া: আসন্ন উপজেলা পরিষদ
নির্বাচনকে ঘিরে ধোবাউড়া উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় যোগ হয়েছে
নতুন মাত্রা। প্রার্থী বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে আওয়ামীলীগ নেতা ও উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মোজাম্মেল হোছাইন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক
মো: আব্দুল হান্নান, মো: জিন্নত আলী বিশ্বাস সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে
২৪ জানুয়ারি, শুক্রবার পোড়াকান্দুলিয়া বাজারে চেয়ারম্যান পদে প্রচাররত আওয়ামী প্রার্থীদেরকে
সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে প্রত্যেককেই জনতার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া
হয়। প্রার্থীদের মধ্যে অধ্যক্ষ হেলাল উদ্দিন, এডভোকেট ইসলাম উদ্দিন খান, বাবু প্রিয়তোষ
বিশ্বাস বাবুল, মো: মজিবুর রহমান এবং আসাদুজ্জামান আকন্দ (সাগর) উপস্থিত জনতার
উদ্দেশ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেন। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক
আব্দুন হান্নান জনতার উদ্দেশ্যে বলেন, ‘‘আওয়ামীলীগ থেকে যাকেই সমর্থণ দেওয়া হোক না
কেন আপনারা তার সাথে থাকবেন?’’ উত্তরে উপস্থিত জনতা সমস্বরে হাত উঁচিয়ে হ্যাঁ বোধক
উত্তর দেয়। দপ্তর সম্পাদক প্রার্থীদেরকে এও বলেন যে, যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে যায় তবে দল তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রার্থীরা সবাই জানান তারা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন