বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫

ধোবাউড়া থেকে তারাকান্দা পাকা রাস্তার বেহাল দশা; যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা

নিউজ ধোবাউড়া ডেস্ক:
ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার দুই লক্ষাধিক মানুষের জেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ধোবাউড়া-তারাকান্দা পাকা সড়কটি অযত্নে অবহেলায় বিভিন্ন স্থানে গর্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে এ রাস্তায় চলাচলকারী যাত্রীসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ধোবাউড়া থেকে তারাকান্দা পর্যন্ত ৩৮ কিলোমিটার পাকা রাস্তার মধ্যে ধোবাউড়া উপজেলার অংশের ৯ কিলোমিটার রাস্তার সংস্কার ও প্রশস্থ করণের কাজ ধীরগতিতে হলেও সমাপ্তির পথে রয়েছে। তবে কাজের মান নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে গোয়াতলার পর থেকে ফুলপুর তারাকান্দা অংশে অবস্থিত রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট বড় শতাধিক খানাখন্দ মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাঝে মধ্যেই এ রাস্তাটিতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা ঘটলেও জীবন বাজি রেখে প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে এ রাস্তাটি ব্যবহার করছে জনগন। উক্ত রাস্তাটি বর্ষা মৌসুমের পূর্বে সংস্কার বা মেরামত না হলে ধোবাউড়া থেকে ময়মনসিংহে যান চলাচল বন্ধ হওয়ার আশংকা রয়েছে। এই রাস্তাটি দিয়ে চীনামাটি সহ দুর্গাপুর উপজেলার বিখ্যাত সোমেশ্বরী নদীর বালুর ট্রাক, যাত্রীবাহী বাস, সিএনজিসহ বিভিন্ন ধরনের যানবাহন দিবারাত্রি চলাচল করছে। এছাড়াও ধোবাউড়া উপজেলা, দুর্গাপুর উপজেলার পশ্চিমাংশ এবং হালুয়াঘাট উপজেলার পূর্বাংশের লোকজন সময় বাঁচানোর লক্ষ্যে এ রাস্তাটি দিয়ে চলাচল করে থাকে। কিন্তু বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে ১ঘন্টা ২০ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা। ধোবাউড়া উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া জানান, ধোবাউড়া অংশের কাজ অল্প কিছুদিনের মধ্যেই সমাপ্ত হবে। গোয়াতলা থেকে তারাকান্দা বাকি ২৯ কিলোমিটার রাস্তাটি এলজিইডি’র পাইলট প্রকল্পে দ্রুত সংস্কারের সকল প্রক্রিয়া ইতিমধ্যে ময়মনসিংহ এলজিইডি বিভাগ সম্পন্ন করেছে। তবে এলজিইডি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো: ছোহরাব আলীর সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান জানান, রাস্তাটি মেরামতের জন্য জেলার সভায় তিনি বারবার উত্থাপন করেছেন। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আব্দুল মালেক ধোবাউড়া সফরকালে ধোবাউড়া-তারাকান্দাা রাস্তাটির বেহাল অবস্থা দেখে ক্ষুদ্ধ হয়ে দ্রুত এ রাস্তাটি সংস্কার করার নির্দেশ দিলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। জনস্বার্থে ধোবাউড়া তারাকান্দা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভূক্তভোগিরা।

কোন মন্তব্য নেই: