বুধবার, ১০ জুন, ২০১৫

ধোবাউড়ায় ভূয়া এনজিও চাঁদের হাসি স্বাস্থ্য সেবা প্রকল্পের নিয়োগ বানিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন জেলা উপজেলায় চাকুরী দেয়ার নামে প্রতারণার অংশ হিসেবে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে প্রশাসনের নাকের ডগায় রমরমা অফিস খুলে বসেছে ভূয়া এনজিও চাঁদের হাসি স্বাস্থ্য সেবা। বিনামূল্যে চিকিৎসা সেবার নামে চাঁদের হাসি স্বাস্থ্য সেবা নামে এই সংস্থাটি এমএলএম পদ্ধতিতে অভিনব কায়দায় প্রতারণামূলকভাবে উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে বেকার যুবক-যুবতিদের কর্মী হিসেবে নিয়োগ দিচ্ছে। এদের কাছ থেকে জামানতের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। বিভিন্ন অভিযোগের খবরে ধোবাউড়ায় চাঁদের হাসি স্বাস্থ্য সেবা প্রকল্পের উপজেলা কর্মকর্তা দাবীদার মো: কামরুল হাসানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ডিসি ও সিভিল সার্জনের অনুমতি নিয়েই কাজ শুরু করেছি।’ তবে তার বক্তব্যের স্বপক্ষে কোন কাগজপত্র তাৎক্ষনিক দেখাতে পারেননি। মুঠোফোনে জানতে চাইলে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা: মোস্তফা কামাল বলেন, চাঁদের হাসি স্বাস্থ্য সেবা নামে কোন প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা চালানোর বৈধতা নেই। এমনকি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সেবা কার্যক্রম চালানোর অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। সিভিল সার্জন আরো বলেন, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কোন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই এজেন্টদের মাধ্যমে অতি গোপনে চলছে এ নিয়োগ কার্যক্রম। তবে উপজেলা মোড়ে চাঁদের হাসি অফিসে গিয়ে দেখা যায় চাকুরী প্রত্যাশী কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও মহিলাদের ভীড়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আতাউল জলিলকে অবহিত করলে তিনি তদন্তসাপেক্ষে জেলা সিভিল সার্জনের সাখে পরামর্শ করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এ প্রতারক চক্র থেকে অত্র উপজেলার সহজ সরল প্রকৃতির বেকার যুবক যুবতিদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।

কোন মন্তব্য নেই: