মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

ধোবাউড়ায় ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার: গত ২২ wW‡m¤^i ধোবাউড়া সদরে ছাত্রলীগ নেতা মাজহারুলের নেতৃত্বে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ মানুষ মারার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ অফিস থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ হয়ে হাসপাতাল মোড় ঘুরে পূণরায় আওয়ামীলীগ অফিসে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিল শেষে এক সমাবেশে ছাত্রলীগ নেতা মাজহারুল বলেন, বঙ্গবন্ধু কন্যা  বর্তমান সর্বদলীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ¯^cœ‡K ধুলিস্ করতে ¯^vaxYZvi বিপক্ষ শক্তি বিএনপি -জামায়াতে হরতাল-অবরোধ মানুষ মারার মাধ্যমে যে ঘৃন্য ৎপরতা শুরু হয়েছে তারা দেশবাসী কোন ভাবেই মেনে নেবেনা আমি ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে  এইসব অশুভ ৎপরতার বিরুদ্ধে রুঁখে দাঁড়ানোর জন্য ধোবাউড়াবাসী তথা দেশবাসীকে উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি পাশাপাশি বিএনপি -জামায়াতের যে কোন নৃশংস কর্মকান্ডের ব্যাপারে সকলকে সর্বদা সজাগ থাকার জন্য বিনীত অনুরোধ করছি সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মিনহাজ, অমিত, আশিক, এরশাদুল সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রবিন,রুয়েল, রাজু, আশিক, জেএম এরশাদুল, এনামুল, শোভন, মেহেদী, রুপন, আকিকুল, মানি, জমশেদ জব্বার প্রমুখ

কোন মন্তব্য নেই: