জরিমানা করার আইন থাকলেও প্রকাশ্যে ধূমপানের প্রবণতা কমেনি। এ আইনের প্রয়োগ হচ্ছে কিনা তার খবরও পাওয়া যায় না।
বাংলাদেশে প্রকাশ্যে ধূমপান করলে ১০০ টাকা জরিমান করার আইন রয়েছে।
সিলেট শহরের চৌরাস্তা,পয়েন্টে, বিভিন্ন সড়কের মোড়ে ঘুরে দেখা যায় জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করছে অনেকেই।
এ বিষয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী বেলী চৌধুরীর সাথে কথা হলে বলেন, “যখন পাবলিক বাসে এসব কুরুচিসম্পন্ন ধূমপায়ীদের কারণে যাতায়াত করতে কষ্ট হয়।
“তারা ধূমপান করে ঠিকই কিন্তু যা জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।”
বিভিন্ন অভিজাত রেস্তোরাঁ, রাস্তা, ফুটপাতে, দোকানে, বাজারে প্রকাশ্যে ধূমপান করে ধূমপায়ীরা। বাস, সিএনজি, টমটম, অটোবাইকসহ অন্যান্য যাহবাহনে প্রকাশ্যে ধূমপান করতেও দেখা যায়। যা অধূমপায়ী যাত্রীদের বিরক্তির কারণ। অনেক সময় এসব যানবাহনের চালক নিজেও চলন্ত অবস্থায় ধূমপান করে থাকেন।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যা সবার জানা থাকলেও ধূমপায়ীরা তাদের ইচ্ছায় ধূমপান করেই চলেছেন। আর সিগারেটের বিষ ধোঁয়ায় শিকার হচ্ছে অধূমপায়ীরা।
আইন থাকলেও প্রকাশ্যে ধূমপানের প্রবণতা কমেনি বরং সিগারেট নিভিয়ে ফেলার অনুরোধ করলে অনেক ধূমপায়ী খেপে যান।
এমনটি ঘটছে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় বলে মনে করেনন সিলেট সরকারি কলেজ ছাত্র রাশেদুল আলম।
তিনি বলেন, “এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এরা দ্বিতীয়বারের মতো এই অপরাধ করবে না।”
- See more at: http://hello.bdnews24.com/news/article2534.bdnews#sthash.uQZ8CrlZ.dpufসিলেট শহরের চৌরাস্তা,পয়েন্টে, বিভিন্ন সড়কের মোড়ে ঘুরে দেখা যায় জনসম্মুখে প্রকাশ্যে ধূমপান করছে অনেকেই।
এ বিষয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী বেলী চৌধুরীর সাথে কথা হলে বলেন, “যখন পাবলিক বাসে এসব কুরুচিসম্পন্ন ধূমপায়ীদের কারণে যাতায়াত করতে কষ্ট হয়।
“তারা ধূমপান করে ঠিকই কিন্তু যা জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।”
বিভিন্ন অভিজাত রেস্তোরাঁ, রাস্তা, ফুটপাতে, দোকানে, বাজারে প্রকাশ্যে ধূমপান করে ধূমপায়ীরা। বাস, সিএনজি, টমটম, অটোবাইকসহ অন্যান্য যাহবাহনে প্রকাশ্যে ধূমপান করতেও দেখা যায়। যা অধূমপায়ী যাত্রীদের বিরক্তির কারণ। অনেক সময় এসব যানবাহনের চালক নিজেও চলন্ত অবস্থায় ধূমপান করে থাকেন।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যা সবার জানা থাকলেও ধূমপায়ীরা তাদের ইচ্ছায় ধূমপান করেই চলেছেন। আর সিগারেটের বিষ ধোঁয়ায় শিকার হচ্ছে অধূমপায়ীরা।
আইন থাকলেও প্রকাশ্যে ধূমপানের প্রবণতা কমেনি বরং সিগারেট নিভিয়ে ফেলার অনুরোধ করলে অনেক ধূমপায়ী খেপে যান।
এমনটি ঘটছে আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় বলে মনে করেনন সিলেট সরকারি কলেজ ছাত্র রাশেদুল আলম।
তিনি বলেন, “এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এরা দ্বিতীয়বারের মতো এই অপরাধ করবে না।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন