১৯ জানুয়ারি ধোবাউড়া উপজেলা পরিষদ চত্ত্বরে
এডভোকেট প্রমোদ মানকিন এম,পি পূনরায়
প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের পক্ষ
থেকে এক বিশাল গণ সংবর্ধনার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর আগমণ পথে বিশাল বিশাল
তোরণ নির্মাণ করা হয়। বিগত পাঁচ বছরের সকল রেকর্ড ভঙ্গ করে প্রতিমন্ত্রীকে এই
প্রথমবারের মত এত বড় পরিসরে ধোবাউড়া উপজেলায় সংবর্ধনা দেয়া হলো। ধোবাউড়া উপজেলা
আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল মান্নান আকন্দের
সভাপতিত্বে বেলা ৩টার দিকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দেশাত্ববোধক গানের মাধ্যমে স্থানীয় আদিবাসী শিল্পীদের নৃত্যের তালে তালে এবং দলীয়
নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে ফুলে
ফুলে বরণ করা হয় প্রতিমন্ত্রীকে। মঞ্চে উপবিষ্ট হওয়ার পর উপজেলা আওয়ামীলীগের
নেতৃবৃন্দ ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘‘গত পাঁচ বছরে আমরা দেশের অনেক উন্নয়ন করেছি।
আলস্নাহ আমাদেরকে আবারো আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন। আমেরিকা, রাশিয়া,
চীন, জাপান, ভারতসহ বিশ্বের পরাশক্তিগুলো আমাদেরকে সমর্থণ দিয়েছে। সৃষ্টিকর্তাকে
ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার
পাশাপাশি নতুন নতুন উন্নয়ন প্রকল্প হাতে নিব এবং তা বাস্তবায়ন করব।’’
হাজারো জনতার উপস্থিতিতে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে
আরো বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান
আকন্দ, সহসভাপতি অধ্যাপক আশিষ হোড়, সাধারণ সম্পাদক বাবু প্রিয়তোষ বিশ্বাস বাবুল,
যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত
উপজেলা চেয়ারম্যান মো: মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান ও মুর্শিদ
আলম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এডভোকেট হাবিুর রহমান হাবিব, এডভোকেট ইসলাম উদ্দিন
খান, কৃষকলীগ নেতা আনিছুর রহমান ঈমান, যুবলীগ নেতা খাইরুল ইসলাম, ছাত্রলীগ
নেতা ডা: আসাদুজ্জামান সাগর, শাহ আলম,
মাজহারুল সহ ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য
নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে ধোবাউড়া উপজেলার বিভিন্ন সমস্যার কথা
প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরে দ্রুত সমাধানের জোর দাবি জানান।
এ সময় ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
এম এ হক এর নেতৃত্বে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত
অনেক সদস্য উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন