ধোবাউড়ায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ৬৫ বছরের
বৃদ্ধ নিহত
সুলতান মামুন: গতকাল সকাল আনুমানিক ৬টায় ধোবাউড়া উপজেলাধীন ১ নং দক্ষিণ
মাইজপাড়া ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে জমি সংক্রান্ত ঘটনায় পূর্ব শত্রুতার জের ধরে
প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন নুরুল ইসলাম নামের ৬৫ জছরের এক বৃদ্ধ। ঘটনার বিবরণে
জানা যায় গতকাল সকাল ৬টার দিকে নুরুল ইসলাম মজজিদ থেকে নামাজ পড়ে তার নিজ বাড়ীর
দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে পেছন থেকে অতর্কিতে এসে প্রতিপক্ষের বেশ কয়েকজন লোক
এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। নিহতের আত্নীয় স্বজন ঘটনাটি দেখতে পেয়ে দৌঁড়ে বেড়িয়ে আসলে
হত্যাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ততক্ষনে মৃত্যুর কোলে ঢলে পড়ে বৃদ্ধ নজরুল
ইসলাম। খবর পেয়ে ওসি (তদন্ত) মো: মাজহারুল হক এর নেতৃত্বে ধোবাউড়া থানার পুলিশ
ঘটনা স্থলে পৌছে লাশ ও আলামত জব্দ করে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধোবাউড়া
থানায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন