স্টাফ রিপোর্টার: ০৩-০২-২০১৪ ইং বেলা ৩টায়
ধোবাউড়া উপজেলা সদরের কোর্ট মসজিদের পাশে এবং উপজেলা নির্বাহী অফিসারের বাসার
সামনে একটি মাহিন্দ্র ট্রলির ধাক্কায় ধোবাউড়া বহুমুখী মডেল হাইস্কুলের ৬ষ্ঠ
শ্রেণীর দুই শিক্ষার্থী মারাত্নকভাবে আহত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ধোবাউড়া
বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আরাফাত (১১) ও জাহিদ (১১) সাইকেল যোগে
স্কুলে যাওয়ার সময় ইউএনও এর বাসার সামনে বিপরীত দিক থেকে বেপোরোয়া ভাবে চালিয়ে আসা
একটি মাহিন্দ্র ট্রলির সাথে মুখোমুখি হয় এবং ট্রলির ধাক্কায় সাইকেল সহ দুই
শিক্ষার্থী ছিঁটকে পড়ে রাস্তার পাশে এবং ট্রলির ড্রাইভার কৌশলে পালিয়ে যেতে সক্ষম
হয়। খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীরা
ট্রলিটিকে আটক করে এবং আহতদেরকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঝুঁকি
এড়াতে শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় কর্তব্যরত ডাক্তার
তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রলিটিকে আটক করে
থানায় নিয়ে যায়।
ধোবাউড়া কোর্ট মসজিদের পেশ ইমাম মাও. মো: আজিজুল
ইসলাম বলেন, ‘‘অদক্ষ ড্রাইভার দিয়ে চালিত বিভিন্ন ধরনের ট্রলির চলাচল স্কুলে
যাতায়াত করা শিক্ষার্থীদের জীবনের জন্য চরম হুমকী হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশাসনিক
উদ্যোগে এসব যানবাহন নিয়ন্ত্রণ করা অতীব জরুরী।’’
এ ব্যাপারে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা(ওসি) এম এ হক জানান, ‘‘ট্রলিটি পুলিশের হেফাজতে আছে। অনেক খোঁজাখুজির
পরও ড্রাইভারের কোন সন্ধান পাওয়া যায়নি। তবে অভিযোগ দায়ের করলে আমরা এ ব্যাপারে
দ্রুত কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’’
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন