বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

তৃতীয় দফায় ৮৩ উপজেলায় নির্বাচন ১৫ মার্চ



               
নিজস্ব প্রতিবেদক: তৃতীয় দফায় ৮৩টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এই তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ১৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। নির্বাচন ১৫ মার্চ। এর আগে গত ১৯ জানুয়ারি প্রথম দফায় ১০২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে। ছাড়া গত ২৩ জানুয়ারি দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই ১১৭ উপজেলায় ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। ৮৩টি উপজেলা হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা; দিনাজপুরের সদর নবাবগঞ্জ উপজেলা; নীলফামারীর সদর; লালমনিরহাটের আদিতমারী; কুড়িগ্রামের সদর, রৌমারী চিলমারী; গাইবান্ধার সদর সাদুল্লাপুর; জয়পুরহাটের আক্কেলপুর; চাঁপাইনবাবগঞ্জের সদর, ভোলাহাট শিবগঞ্জ; নওগাঁর মান্দা, পোরশা ধামইরহাট; রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট দুর্গাপুর; চুয়াডাঙ্গার দামুড়হুদা; যশোরের মনিরামপুর; নড়াইলের লোহাগড়া; বাগেরহাটের সদর, মোরেলগঞ্জ, রামপাল, মংলা শরণখোলা; খুলনার পাইকগাছা; সাতক্ষীরার কালীগঞ্জ; ভোলার সদর; বরিশালের মুলাদী, হিজলা বাবুগঞ্জ; পিরোজপুরের নেছারাবাদ; জামালপুরের দেওয়ানগঞ্জ; শেরপুরের শ্রীবর্দী; ময়মনসিংহের ফুলবাড়ীয়া, গৌরীপুর, মুক্তাগাছা, ফুলপুর ধোবাউড়া; নেত্রকোনার সদর মোহনগঞ্জ; কিশোরগঞ্জের সদর, কুলিয়ারচর হোসেনপুর; গাজীপুরের শ্রীপুর; ফরিদপুরের সদর, আলফাডাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা মধুখালী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়া; শরীয়তপুরের সদর নড়িয়া; সুনামগঞ্জের জামালগঞ্জ; সিলেটের ফেঞ্চুগঞ্জ সুরমা; মৌলভীবাজারের বড়লেখা; টাঙ্গাইলের ধনবাড়ী দেলদুয়ার; কুমিল্লার নাঙ্গলকোট, হোমনা, বুড়িচং, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া, তিতাস; চাঁদপুরের কচুয়া হাজীগঞ্জ; নোয়াখালীর সেনবাগ; লক্ষ্মীপুরের কমলনগর; চট্টগ্রামের চন্দনাইশ সীতাকুণ্ড; রাঙ্গামাটির বরকল, বাঘাইছড়ি কাউখালি; মানিকগঞ্জের ঘিওর; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর; ফেনীর দাগনভূঁইয়া এবং বান্দরবান জেলার সদর আলী কদম উপজেলা

কোন মন্তব্য নেই: