শনিবার, ১৫ মার্চ, ২০১৪

ধোবাউড়া উপজেলার বিভিন্ন কেন্ত্রে ভোট গ্রহনে মন্থর গতি

পশ্চিম সোহাগীপাড়া হামিদিয়া মাদ্রাসা কেন্ত্রে পুরূষ ভোটারদের উপস্থিতির চিত্র।
কালিকাবাড়অ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা-৩০৫৬ এবং বুথ সংখ্যা-৬। পুরূষ ভোটারের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতি অনেক বেশি।
ধোবাউড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটারসংখ্যা-৪৫১৭ এবং বুথ সংখ্যা-৯। এই কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত মহিলা ভোটারদের উপস্থিতি পরুষেরে তুনায় ৮০ ভাগ বেশি।
পশ্চিম সোহাগীপাড়া হামিদিয়া মাদ্রাসা  কেন্দ্রে মোট ভোটার সংখ্যা-৪৩৬৭। বুথ সংখ্যা-৯। সকাল ১১টা পর্যন্ত এই কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিাতি অনেক বেশি।
কলসিন্দুর মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩০৫। বুথসংখ্যা-৪। পুরূষ ভোটারদের উপস্থিতি সকাল ১১টা পর্যন্ত তুলনামূলকভাবে অনেক কম।
  
আপরদিকে কলসিন্দুর মাদ্রাসা কেন্দ্রে সকাল ১১টপা পর্যন্ত মহিলা ভোটারদের উপস্থিতি অনেক বেশি



কোন মন্তব্য নেই: