শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

ধোবাউড়ার সানন্দখিলায় এক অন্ত:সত্ত্বার রহস্যজনক মৃত্যু


ডেস্ক রিপোর্ট: ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের সানন্দখিলা গ্রামে রূপালী আক্তার(২২) নামের৭ মাসের অন্ত:স্বত্তা এক মহিলার মৃত্যু হয়েছে। সকাল ৭টায় পরিবারের লোকজন এবং প্রতিবেশী কয়েকজন মিলে রূপালীকে ধোবাউড়া স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরে বিষয়টি পুলিশকে জানালে লাশ ধোবাউড়া থানায় নিয়ে যাওয়া হয়। নিহতের স্বামী সাদ্দাম হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। নিহতের বাবা ফুলপুর উপজেলার মোকামিয়া নিবাসী মো: মুর্শেদ আলী জানান, “আমার মেয়ের বিয়ে হয়েছে ০৫ বছর আগে। বিয়ের পর রূপালীর স্বামী সাদ্দাম হোসেনকে মোটর সাইকেল সহ নগদ অর্থ দিয়েছি। মাঝে মাঝেই সে আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য  আমার মেয়েকে বাধ্য করত। কয়েকদিন আগেও সাদ্দাম হোসেন আমার কাছে ০৪ লাখ টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ায় সে বিভিন্ন রকম হুমকী দিয়ে আসছিল।” তিনি আরো জানান, ”সকাল সাতটায় সাদ্দাম আমাকে ফোন করে বলে রূপালীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। পরে জানতে পারলাম পানিতে পরে তার মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ফেলে সাদ্দাম সহ অন্যরা পালিয়ে গেছে।” 
এ রিপোর্ট লেখা পর্যন্ত ধোবাউড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

কোন মন্তব্য নেই: