বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

ধোবাউড়ায় আকস্মিক বন্যায় ৫ দিন ধরে পানিবন্দী লক্ষাধিক মানুষ- সরকারী বরাদ্ধ ৯ মে:টন খাদ্যশস্য ও নগদ ১৫ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট : ধোবাউড়া উপজেলায় আকস্মিক বন্যায় ০৭টি ইউনিয়নের ১৬২ টি গ্রামের মধ্যে প্রায় ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৬ হাজার হেক্টর আবাদী জমির ফসল সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা দিশেহারা। খাবার ও পানি সংকটে চরম কষ্টে দিন অতিবাহিত করছে প্রায় ১০হাজার পানিববন্দী পরিবার। মৎস্য চাষীদের প্রায় ৩ হাজার পুকুর পানির নিচে তলিয়ে গেছে আর ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ। পানিবন্দী অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তায়, স্কুল, মাদ্রাসা ও আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি সংকটে পড়েছে। নেতাই নদীর ভাঙনে ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। অপরদিকে গামারীতলা, পোড়াকান্দুলিয়া, ধোবাউড়া সদর, গোয়াতলা, বাঘবেড় এবং ঘোষগাঁও ইউনিয়নের রাস্তাঘাটসহ ফিশারিজ, ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যার এত ভয়াবহতার মধ্যে উপজেলা সাতটি ইউনিয়নে ময়মনসিংহ থেকে মিডিয়াকর্মীদের একটি টিম স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। তবে কোথাও দলীয় বা ব্যাক্তিগত বা সরকারি উদ্যোগে ত্রাণ বিতরনের কোন খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয় সাতটি ইউনিয়নের লক্ষাধিক পানিবন্দীর জন্য বন্যাদুর্গতদের সাহাযার্থে ০৯ মে:টন চাল ও নগদ ১৫ হাজার টাকা ইউপি চেয়ারম্যানদেরকে বরাদ্ধ দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শওকত ওসমান বলেন, “পাশ্ববর্তী উপজেলা পূর্বধলায় ২ দিনের বন্যা মোকাবেলায় যেখানে ১০০ মে:টন খাদ্যশস্য বরাদ্ধ দেয়া হয়েছে সেখানে ০৬দিন ধরে লক্ষাধিক পানিবন্দী মানুষের জন্য ৯ মে:টন চাল ও ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়ে ধোবাউড়া উপজেলার বানভাসি মানুষদের সাথে উপহাস করা হয়েছে মাত্র। তিনি এ ধরনের বৈষম্যমূলক তৎপরতার মাধ্যমে আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য প্রশাসনকে দায়ী করেন।”

এদিকে বন্যার্তদের মাঝে বিতরণের উদ্দেশ্যে বরাদ্ধকৃত প্রয়োজনের তুলনায় অপ্রতুল খাদ্যশস্য ও নগদ টাকা সুষ্টুভাবে বিতরণ হবে কি না এ ব্যাপারে নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন প্রকৃত ভূক্তভোগীরা।

অপরদিকে ধোবাউড়া উপজেলা বিএনপি নেতা প্রভাষক মো: রুকুনুজ্জামান রুবেল জানান, আগামী দু’এক দিনের মধ্যে ধোবাউড়ায় বিএনপির আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আফজাল এইচ খান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোতাহার হোসেন তালুকদার দলের পক্ষে ধোবাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

কোন মন্তব্য নেই: