বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান




স্টাফ রিপোর্টার :  বুধবার ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্কুল প্রাঙ্গণে বেলা ১১ ঘটিকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আশিষ হোড়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুলতান মামুন রতন ও মো: আব্দুল হান্নান, ধোবাউড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: গোলাম রব্বানী বিএসসি এবং তত্ত্বাবধান ও মিডিয়া সহযোগিতায় ছিলেন কম্পিউটার শিক্ষক ও সাংবাদিক একেএম আতাউর রহমান খোকন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক অজিত কুমার সরকার, বিজয় বিশ্বাস, মাসুম সহ প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রিয়তোষ বিশ্বাস বাবুল। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের পাশাপাশি অতিথি বৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নবীন ও বিদায়ীদেরকে ফুল ও মালা দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।