নিজস্ব প্রতিবেদক: ২৯ জানুয়ারি বৃহ:বার বেলা ১২টায় উপজেলা পরিষদ ভবনের সামনে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করেন সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান সহ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান, দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, জেলা যুবলীগ নেতা আজহারুল ইসলাম খাইরুল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ধোবাউড়া উপজেলা শাখার সাবেক কমান্ডার মো: মোজাম্মেল হোছাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। কম্বল বিতরণের প্রাক্কালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধ থেকে সারাদেশের মতো ধোবাউড়ায় দু:স্থদের মাঝে এই কম্বল বিতরণ করছি।
পরে প্রতিমন্ত্রী ঘাগুটিয়ারপাড় সুইচ গেইট প্রকল্পের শুভ উদ্বোধন করেন। তবে বিকেলে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।