বুধবার, ১১ মার্চ, ২০১৫

ধোবাউড়ায় উপজেলা চেয়ারম্যানের আকস্মিক হাসপাতাল পরিদর্শন


স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার সকাল ১১টা ২০ মিনিটে ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মিয়া ওরফে মজনু মির্ধা আকস্মিক হাসপাতাল পরিদর্শনে যান। প্রথমে তিনি হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেন। পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষে হাসপাতালের ডাক্তারদের সাথে বিশেষ মত বিনিময় করেন। তিনি হাসপাতালের এম্বুলেন্স ভাড়া, এক্সরে করানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগীদের খাবার সরবরাহ এবং ঔষধ সরবরাহের বিষয়ে জনগনের অভিযোগের বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেন এবং পরিদর্শন খাতায় মন্তব্য সহ স্বাক্ষর প্রদান করেন। পরে স্বাস্থ্য কর্মকর্তা এবং ডাক্তারদেরকে সাথে নিয়ে হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করেন এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে রোগীদের সাথে কথা বলেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মজনু মির্ধা বলেন, হাসপাতালের ওয়ার্ডগুলো পরিদর্শন করে অনিয়মের বিষয়টি উপলব্দি করতে পেরেছি। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালের যে কোন অনিয়ম দূর করার জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি। পাশাপাশি এই হাসপাতালে গাইনী বিভাগ চালুর বিষয়েও স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্যোগ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।
উপজেলা চেয়ারম্যানের আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা বিস্মিত হলেও রোগীরা হয়েছেন আনন্দিত। রোগীদের দাবি, উপজেলা চেয়ারম্যান এভাবে তাঁর পরিদর্শন অব্যহত রাখতে অবহেলিত ধোবাউড়াবাসী বর্তমান সরকারের কাঙ্খিত চিকিৎসাসেবা থেকে আর বঞ্চিত হবেনা।
এদিকে একই দিন বেলা ১টায় ধাইরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারী স্কুল শিক্ষদের মাসিক সভা এবং অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুল শিক্ষকদের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান মজনু মির্ধা। তিনি শিক্ষকদের দাবিকৃত বসার জন্য একশত চেয়ার বরাদ্ধের ঘোষনা দেন এবং শিক্ষকদের যে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় সর্বাতœক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।