বুধবার, ১১ মার্চ, ২০১৫

ধোবাউড়ায় ২৭ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ধোবাউড়ায় পুলিশের হাতে ধরা পড়ল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদক ফেনসিডিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই প্রদীপ কুমার রায়ের নেতৃত্বে ধোবাউড়া থানা পুলিশ ১০ মার্চ রাত ৮টা ৩০মিনিটে ধোবাউড়া থানার উত্তর পার্শে¦ অবস্থিত মা মেডিকেল হলের সামনে থেকে শরীরের বিভিন্ন স্থানে স্কচটেপ দিয়ে আটকানো আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা মূল্যের ২৭ বোতল ফেনসিডিল সহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতাকৃতরা হল ইমরুল খান(৩২), পিতা-আনোয়ার উদ্দিন খান, গ্রাম-জয়রামকুড়া এবং মানিক মিয়া(৪৫), পিতা-মৃত আজিম উদ্দিন ওরফে ফুলু মিয়া, গ্রাম-আছকি পাড়া। উভয়ই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা বলে জানায়। আটককৃতরা এ ফেনসিডিল হালুয়াঘাট থেকে কমদামে কিনে মোটর সাইকেল যোগে পূর্বধলা যাচ্ছিল বলে পুলিশ সূত্র জানিয়েছে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ এম.এ হক জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। কঠের নজরদারির পর অবশেষে আমরা এদেরকে ধরতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে ধোবাউড়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।