স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে সোস্যাল এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট (সারা) কর্তৃক এইডস এর ভয়াবহতা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সারা সংস্থার ময়মনসিংহের উপ-পরিচালক মো: শহীদুল্লাহ এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা। সারা সংস্থার প্রোগ্রাম অফিসার তড়িৎ মানকিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার দীপঙ্কর সাংমা ও মূল প্রবন্ধ পাঠ করেন মেডিকেল অফিসার ডা: দীবাকর ভাট এবং সমালোচনামূলক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আতাউল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন রুচি, সারা সংস্থার ট্রেনিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার ফেরদৌসি বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হাজী মজনু মির্ধা বলেন, বর্তমান বিশ্বে এইডস একটি মরণব্যাধি হিসেবে দ্রুত ছড়িয়ে পড়ছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তৃণমূল পর্যায়ে ধর্মীয় অনুশাসনকে প্রধান্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ব্যাধির বিস্তার রোধ করতে হবে। অন্যান্য বক্তারাও এইডস এর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন