স্টাফ রিপোর্টার: ২৬ মে মঙ্গলবার সকাল ১১টায় বহুল প্রতীক্ষিত উপজেলা শিক্ষা কমিটির সভা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধার সভাপতিত্বে উক্ত সভায় কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক বাবু প্রিয়তোষ বিশ্বাস বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন রুচি, সদস্য সচিব ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মনোয়ারুল ইসলাম সহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক বিদ্যালয় সমূহের নবগঠিত কমিটি অনুমোদন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে ব্যাপক আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় এডভোকেট আব্দুল মান্নান আকন্দ প্রতি দুই মাস অন্তর নিয়মিত উপজেলা শিক্ষা কমিটির সভা আহবানের প্রস্তাব করলে সভাপতি হাজী মজনু মির্ধা সহ অন্যান্যরা এ প্রস্তাবকে স্বাগত জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন