ধোবাউড়া প্রতিনিধি: ধোবাউড়া উপজেলা যুবলীগের ধারাবাহিক প্রচেষ্ঠার অংশ হিসেবে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে ইউনিয়ন পর্যায়ে যুবলীগের কমিটি গঠন করায় ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নের যুবলীগ কর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। গত ৭ জুন উপজেলার ধোবাউড়া সদর ইউনিয়নে প্রভাবশালী যুবলীগ নেতা মো: জালাল উদ্দিন(সোহাগ) কে আহ্বায়ক করে এবং মো: আবু সুফিয়ান, ডেভিড লিপ্টাস তুহিন, মো: স্বপন বিশ্বাস, মো: আলী আকবর ও মো: এখলাছ উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে আগামী ৬০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করার শর্তে ৫১ সদস্য বিশিষ্ঠ ইউনিয়ন যুবলীগের কমিটির অনুমোদন দেয়ায় কমিটির পক্ষ থেকে উপজেলা যুবলীগ আহ্বায়ক ডা: আসাদুজ্জামান আকন্দ সাগর, যুগ্ম আহবায়ক ডেভিড রানা চিসিম ও উত্তরণ এম সাংমাকে অভিনন্দন জানানো হয়।
একইদিন বাঘবেড়, গামারীতলা, পোড়াকান্দুলিয়া এবং গোয়াতলা ইউনিয়নের পাশাপাশি ১ নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নে প্রভাষক আবুবকর সিদ্দিককে আহবায়ক করে এবং আবু সালেক টিপু, আব্দুল খালেক মেম্বার, আব্দুল মান্নান, মহসিন ফকির এবং নিক্সন রুরামকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটিও একই শর্তে অনুমোদন দেয় উপজেলা যুবলীগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন