ধোবাউড়া প্রতিনিধি : গতকাল শনিবার সকাল ১১টায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১০ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ধোবাউড়া প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দিবসটির সূচনা করেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা। ধোবাউড়া সংবাদদাতা প্রভাষক সুলতান মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, সহ-সভাপতি মতিলাল সরকার, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো: মঞ্জুরুল হক, দপ্তর সম্পাদক মো: আব্দুল বারেক, ধোবাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, দৈনিক দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি মো: হাবিবুল্লাহ, দৈনিক দিগন্তবাংলা প্রতিনিধি ইকবাল কবির মানিক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সুলতান মামুন রতন। আলোচনা শেষে প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ফ্রেন্ডস ফেরাম, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক লোক অংশগ্রহন করে পত্রিকার সফলতা কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন