স্টাফ রিপোর্টার: ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মজনু মির্ধা গত ২৩ জুন এক সরকারী শিক্ষা সফরে ইউরোপ যান। সেখানে জার্মানী সহ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল ও স্পেন সফর করেন। এদিকে আজ সফরের শেষ প্রান্তে এসে বর্তমানে তিনি স্পেনে অবস্থান করছেন। ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মজনু মির্ধা সুস্থভাবে দেশে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা তার পরিবার, সমর্থক ও দলীয় নেতাকর্মীদের। উল্লেখ্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের পাঁচজন
সচিব, কিশোরগঞ্জের সহকারী কমিশনার, ১১ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৭ জন
ভাইস চেয়ারম্যানসহ ২৮ জন এই শিক্ষা সফরে অংশ নেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন