রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

ধোবাউড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা তথ্য অফিসার

ডেস্ক রিপোর্ট: ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে জেলা তথ্য অফিসার মো: শামছুল হক সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন ‘নিউজ ধোবাউড়া’ নিউজ পোর্টালের সম্পাদক ও ‘দৈনিক কালের আলো’র রিপোর্টার প্রভাষক সুলতান মামুন রতন, প্রেসক্লাব সহ সহভাপতি মো: মহবুবুর রহমান শেলী, মতিলাল সরকার, সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: মঞ্জুরুল হক,  দৈনিক খবরপত্র প্রতিনিধি একেএম আতাউর রহমান খোকন, দৈনিক ভোরেজ কাগজ প্রতিনিধি মো: আব্দুল বারেক, দৈনিক দিনকাল প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, দৈনিক দিগন্তবাংলা প্রতিনিধি মো: ইকবাল কবির মানিক, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো: আবুল হাসেমসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার মো: শামছুল হক জানান, তথ্য মন্ত্রণালয়ের অধীন জেলা তথ্য অফিস সমূহ সরকারের একটি প্রচারধর্মী প্রতিষ্ঠান। সরকারের উন্নয়ন কার্যক্রম বিভিন্ন প্রক্রিয়ায় জনগনের কাছে তুলে ধরা এবং এর প্রেক্ষিতে জনমত সরকারের নিকট পৌঁছে দিয়ে সরকার ও জনগনের মাঝে একটি সেতুবন্ধ রচনা করে থাকে জেলা তথ্য অফিস সমূহ। শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন, আতœকর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে উপজেলাওয়ারী উন্নয়ন কার্যক্রম জনগনকে অবহিত করা এবং উন্নয়ন কাজের সাথে জনগনকে সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা তথ্য অফিসরে উদ্যেগে ও ধোবাউড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ধোবাউড়া উপজেলা পরিষদ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি উক্ত অনুষ্ঠান সফল করার স্বার্থে উপস্থিত সাংবাদিকদের অনুষ্ঠানের নিমন্ত্রণ জানান এবং সহযোগিতা কামনা করেন। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং ভালমন্দ সব দিক মিডিয়ার মাধ্যমে জনগণকে অবহিত করে সাংবাদিকরা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ধোবাউড়া উপজেলার সাংবাদিকরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। তিনি ২৯ ডিসেম্বরের সরকারী কর্মসূচী মিডিয়ার মাধ্যমে জনগণকে অবহিত করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি উদাত্ব আহবান জানান।