রবিবার, ২ মার্চ, ২০১৪

ধোবাউড়ায় সর্বত্র নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন



ডেস্ক রিপোর্ট:  চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন(৩য় পর্যায়) এর অংশ হিসেবে ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর নির্বাচনী প্রচারণায় মানা হচ্ছেনা আচরণবিধি ফলে মোটর সাইকেল শোভাযাত্রা, বড় বড় শোডাউন, বিশাল মিছিল, পরস্পরের প্রতি কটুক্তি, দেয়ালে পোস্টার লাগানো ইত্যাদির মাধ্যমে অহরহ ঘটছে আচরণবিধির লঙ্ঘন গতকাল রবিবার ধোবাউড়া  উপজেলা সদরে চেয়ারম্যান প্রার্থী মো: শামছুর রশিদ মজনু মো: মঞ্জুরুল হক মঞ্জু এর হাজার হাজার লোক সমাগমের মাধ্যমে পৃথক দুটি মিছিল উপজেলা সদরের বিভিন্ন সদর প্রদক্ষিণ করে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ সামসুল হক  এবং নির্বাহী মেজিস্ট্রেট এর নেতৃত্বে দুটি বিশেষ টিম অভিযান চালিয়ে  মো: মঞ্জুরুল হক মঞ্জুকে ৫০০০/- টাকা জরিমানা এবং মো: শামছুর রশিদ মজনুর ০৫ কর্মীকে আটক করেন পরে প্রার্থী মো: শামছুর রশিদ মজনু বিশেষ মুচলেকার মাধ্যমে ভবিষ্যতে নির্বাচনী আচরন বিধি ল্ঘংন না করার শর্তে তার কর্মী আটক ০৪ জনের প্রত্যেককে ২০০০/- টাকা এবং বিশেষ বিবেচনায় ০১জনকে ১০০০/-টাকা করে মোট ৯০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের কারাদণ্ড প্রদান করেন তা৭ক্ষনিকভাবে জরিমানার টাকা পরিশোধ করলে তাদেরকে মুক্তি দেওয়া হয়
নির্বাচনী আচরন বিধি ল্ঘংন এর বিষয়ে জানতে চাইলে সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ সামসুল হক  জানান, ‘আমার সাথে একজন মেজিস্ট্রেট আছেন প্রয়োজনে আমি ধোবাউড়ায় অতিরিক্ত ফোর্স নিয়ে আসব প্রার্থী যে দলের সমর্থণপুষ্ট হউক না কেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান সফলভাবে তা প্রয়োগ করা হবে এরপর কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে আমি সরাসরি নির্বাচন কমিশনে রিপোর্ট করে দেব
উল্লেখ্য ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট আব্দুল মান্নান আকন্দ- মোটর সাইকেল, মো: মজিবুর রহমান -ঘোড়া, আব্দুল আওয়াল- টেলিফোন, মো: শামছুর রশিদ-হেলিকপ্টার, আজহারুল হক- আনারস, মঞ্জুরুল হক- দোয়াত-কলম, আলহাজ্ব মো: মফিজ উদ্দিন-কাপপিরিচ এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম ফুরকান উদ্দিন সেলিম মির্ধার সহোদর ছোট ভাই আলহাজ্ব মোহাম্মদ মজনু মিয়া ফেজ টুপি প্রতীক পেয়েছেন
ভাইস চেয়ারম্যান পদে মো: শওকত উছমান-টিউবওয়েল, মো: লুঃফুর রহমান ফকির -উড়োজাহাজ, মো: জসমত আলী- মাইক, মো: জহিরুল হক তালুকদার-বৈদ্যুতিক বাল্ব, মো: মঞ্জুরুল হক- তালা, মো: আবুল ফজল-টিয়া,  এবং মো: মোস্তফা কামাল হোসেন খান চশমা প্রতীক পেয়েছেন
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগষ্টিনা চিছাম-প্রজাপতি, মোছা: হাসি আক্তার-কলস, কাজল রেখা-হাঁস, নাছিমা খাতুন- ফুটবল এবং সেলিমা খাতুন পদ্মফুল প্রতীক পেয়েছেন
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ০৭টি ইউনিয়ন বিশিষ্ট এই উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৪টি, পুরুষ ভোটার সংখ্যা-৬১১২০জন এবং মহিলা ভোটার সংখ্যা-৬১৮৮৮ জন সর্বমোট ভোটার সংখ্যা লক্ষ তেইশ হাজার আট জন এর মধ্যে : মাইজপাড়া ইউনিয়নে ভোটকেন্দ্র -৬টি, ভোটারসংখ্যা-১৯৩২৪; গামারীতলা ইউনিয়নে ভোটকেন্দ্র-৫টি, ভোটার সংখ্যা-১৬৯৯০; ঘোষগাঁও ইউনিয়নে ভোটকেন্দ্র-৫টি, ভোটার সংখ্যা- ১২৯৫৩; ধোবাউড়া ইউনিয়নে ভোটকেন্দ্র-৭টি, ভোটারসংখ্যা-২০৩৬১; বাঘবেড় ইউনিয়নে ভোটকেন্দ্র-৭টি, ভোটার সংখ্যা- ২০৪৯১; পোড়াকান্দুলিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র-৭টি, ভোটার সংখ্যা-১৭২৩৩; এবং গোয়াতলা ইউনিয়নে ভোটকেন্দ্র-৭টি, ভোটার সংখ্যা-১৫৬৫৬ আগামী ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে

কোন মন্তব্য নেই: