সোমবার, ৩ মার্চ, ২০১৪

ধোবাউড়ায় আওয়ামীলীগের ০৯ নেতাকর্মী বহিস্কার


ডেস্ক রিপোর্ট: ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের ৫ প্রার্থী এবং তাদের ৪ জন সমর্থককে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে স্ব স্ব পদ থেকে এবং আওয়ামীলীগের প্রাথমিক সদস্যপদ থেকে চিরতরে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ। বহিস্কৃতরা হলেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ মজনু মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: মোস্তফা কামাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল হক রুবেল ও জহিরুল হক তালুকদার মিলন। এছাড়াও  দলীয় নেতা উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেনকেও সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কার করা হয়।
গতকাল সোমবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোন মন্তব্য নেই: