৪ জন বিদ্রোহী প্রার্থীকে টেক্কা দিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মফিজ উদ্দিন(প্রিন্স গ্র“প) এর নির্বাচনী ভরসা বিএনপির কেন্ত্রীয় সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ধোবাউড়ায় রাজনৈতিক হিসাব নিকাশে মফিজ উদ্দিন বিজয়ী হলে খুলে যাবে প্রিন্স এর ভাগ্য। আগামী সংসদ নির্বাচনে নিজেকে যোগ্য প্রার্থী প্রমাণ করতে নিজ গ্র“পের বিএনপি মনোনীত একমাত্র প্রার্থীকে বিজয়ী করতে এই উপজেলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স । অপরদিকে বিএনপি থেকে সদ্য বহি®কৃত শামছুর রশিদ মজনু(আফজাল গ্র“প) মাঠে সক্রিয় রয়েছেন। ভোটের অংকটাও দিন দিন তার বাড়ছে। আর এদিকে বিএনপির অপর বহিষ্কৃত নেতা মঞ্জুরুল হক মঞ্জু( আফজাল গ্র“প) সর্বশক্তি প্রয়োগ করে অত্যন্ত কৌশলী ভূমিকায় ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে লেগেছেন। আর বিএনপি পন্থী (আফজাল গ্র“প) অপর দুই প্রার্থী মো: আব্দুল আওয়াল ও আজহারুল হক দল থেকে বহি®কৃত না হওয়ায় হতাশ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভোটের মাঠে তাদের অবস্থান মহা সমুদ্রের শিশির বিন্দুর মত কেউ কেউ মনে করলেও জয়ের ব্যাপারে চেষ্টার কোন কমতি নেই।। আর ভোটাররাও তাদের আশা জাগিয়ে রাখতে সদা সক্রিয় রয়েছেন।
এদিকে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সামসুল হক এর বিচক্ষণতার কারণে ধোবাউড়ায় এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিগত যে কোন নির্বাচনের তুলনায় স্বাভাবিক রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন