মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

ধোবাউড়ায় চুরি ঘটনায় জনমনে আতঙ্ক




সুলতান মামুন রতন-ধোবাউড়া:
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা পরিষদের সামনের রফিকুল নজরুলের কম্পিউটারের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটে এই প্রথম ধোবাউড়া টিনের চাল কেটে অভিনব পদ্ধতিতে ঘটল চুিরর ঘটনা নজরুলের দোকানে কম্পিউটারের বিভিন্ন কাজকর্মের পাশাপাশি ফ্লেক্সিলোড করা হয় আর রফিকুলের দোকানে কম্পিউটার এর পাশাপাশি চলে বিকাশ ডাচবাংলার মোবাইল ব্যাংকিং মোটা অংকের টাকা আছে ভেবে এই চুির সংঘঠিত হয়েছে বলে এখানকার ব্যবসায়ীদের ধারণা সকালে দোকান খুলে হতবাক নজরুল রফিকুল ইসলাম জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত যেহেতু ঘরে সিলিং নেই তাই চোর সহজেই চালের টিন কেটে ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে তারা আরো জানান, যে ছোট্ট ছিদ্র করে ঘরের ভিতরে প্রবেশ করা হয়েছে তাতে নি:সন্দেহে ধারণা করছি এতে শিশু চোর ব্যবহার করা হয়েছে নজরুলের ঘর থেকে নগদ প্রায় ২০০০/-টাকা এবং একটি ডিজিটাল ক্যামেরা আর রফিকুলের ঘর থেকে - হাজার টাকা সহ মোবাইল ব্যাংকিং ব্যবহৃত দুটি ফোন নিয়ে গেছে চোরেরা
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি

কোন মন্তব্য নেই: