সুলতান মামুন রতন- ধোবাউড়া:
গত কাল সোমবার ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিফ ১/২০১৪ -১৫ মৌসুমে উপশী ও নেরিকা ধান চাষের প্রনোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্ভোধন করলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছূল হকের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতিমন্ত্রী প্রমোদ মানখিন তার বক্তব্যে বলেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষক বাচঁলে দেশ বাচঁবে এই স্লোগান নিয়ে বর্তমান শেখ হাসিনা সরকার কৃষি উন্নয়নে ব্যাপক কাজ করছেন। তাই শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করলে সকলকে উদাত্ত্ব আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর একটি কবিতা পাঠ করে শোনান এবং কবি প্রতিভার জন্য কৃষিমন্ত্রীকে হাততালির মাধ্যমে শুভেচ্ছা জানানোর আহ্বান জানালে করকালির মাধ্যমে অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তিনি আরোও বলেন বর্তমান শেখ হাসিনা সরকারে আমলে এ দেশে কোন রাজাকার থাকতে পারবে না। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালমা আক্তার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল খান, উপাধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ। তবে বক্তব্য প্রদানের সুয়োগ না পাওয়ার উপজেলা আওয়ামীলীগ ও কৃষকলীগের কয়েকজন নেতা অনুষ্ঠান বয়কট করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন আওয়ামীলীগের সহ সভাপতি আশিষ হোড়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা জিন্নত আলী। উল্লেখ্য ১ হাজার ২শত প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূলে প্রতিজনকে ৫ কেজি আউশ বীজ , ২০ কেজি রাসায়নিক সার ও নগদ ব্যাংকের মাধমে ৩০০ টাকা করে মোট ৩লক্ষ ৬০ হাজার টাকার মালামাল বিতরণ করার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন